|
Date: 2024-09-17 09:24:55 |
পটুয়াখালীর গলাচিপায় কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ে গঠিত ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে সিকদার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সকলের সমর্থনে ও সম্মিলিত সিদ্ধান্তে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। এসময় পুরাতন আহ্বায়ক কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের মো.জাহিদুল ইসলাম অভি। সাধারণ সম্পাদক বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মো. রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক পপুলার ফার্মাসিটিক্যালস লিমিটেডের মো. নাইমুর রহমান মিরাজ ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস এর মো. শাহজালাল। এছাড়াও সাত কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এর সভাপতি আবু বকর শিবলী ও সাধারণ সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান নান্টু প্রমুখ। এছাড়াও বিভিন্ন কোম্পানির প্রায় ১০০শত রিপ্রেজেনটেটিভ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024