|
Date: 2024-09-17 14:30:36 |
মাদারীপুরের ডাসারে গলায় ফাঁস দিয়ে শিমুল বেপারী(১৪) নামে এক স্কুল পড়ুয়া ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে।
মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ডাসার ইউনিয়নের আউড়াকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।
সরজিমনে ও স্থানীয় সূত্রে জানাগেছে, শিমুল বেপারী মামা বাড়ী থেকে লেখাপড়া করে।সে শশিকর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।গতকাল সকালে মামা বাড়ী থেকে সাইকেল নিয়ে বেড় হন।এরপরে বাড়ীতে ফিরে না আসায় মামা বাড়ীর লোকজন তার খোঁজে মাইকিং করেও সন্ধান পাননি।মঙ্গবার দুপুরে একই এলাকার প্রশান্ত বাড়ৈও কয়েক যুবক মিলে পুকুরে গোসল করতে গেলে পুকুরের পাশে একটি ভিটার উপর গাব গাছের সাথে ওই শিক্ষার্থীর লাশ ঝুলতে দেখেন।এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।তবে কি করণে তিনি আত্মহত্যা করছে প্রাথমিকভাবে জানা যায়নি।এদিকে ওই শিক্ষার্থী খবর ছড়িয়ে পড়লে স্কুলের তার সহপাঠী ও শিক্ষকরা ছুটে আসেন তাকে একনজর দেখতে। নিহত ওই শিক্ষার্থী বরিশালের ভান্ডারিয়া গ্রামের নিরঞ্জন বেপারীর ছেলে।
© Deshchitro 2024