|
Date: 2024-09-18 01:48:48 |
মাত্র দু-তিনদিনের বৃষ্টিপাতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নিচু এলাকার শতশত একর আমন ধানের ক্ষেত পানিতে ডুবে গেছে। এতে আমন চাষিরা এ মৌসুমে ক্ষতির শিকার হয়েছেন। এছাড়া বৃষ্টির পানিতে অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ায় পানি ঢুকে পড়েছে অনেক সবজি ক্ষেতে। ফলে সবজি চাষিরাও পড়েছেন বিপাকে।
গত শনিবার ও রোববার দু’দিন রাতভর বৃষ্টি হয়। এতে করে পাটকেলঘাটার তৈলকুপি, শাকদহ, চোমরখালী, মিঠাবাড়ী, নগরঘাটা, সরুলিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব বিলের আমন ক্ষেত মৎস্যঘের পানিতে তলিয়ে গেছে।
পাটকেলঘাটার আমতলাডাঙ্গা গ্রামের আমন চাষি আকবার গাজী বলেন, ‘আমার জমির ব্রি-১০ জাতের আমন ধান খেত প্রায় এক হাত পানির নিচে। পানি দ্রুত না নামলে ধান হবে না। একইভাবে অনুরুপ কথা বলেন ধানচাষী হাবিবুর রহমান। তিনি বলেন, আমার উঁচু জমিতে রোপন করা ধান ও একহাত পানির নিচে। এছাড়া আমার বাড়িতেও পানি উঠেছে।
এবিষয়ে উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ পাল জানান, উঁচু জমির আমন ধানের জন্য বৃষ্টির প্রয়োজন ছিল। কিন্তু অতিরিক্ত বৃষ্টি কৃষকদের ভাবিয়ে তুলেছে। বৃষ্টির পানি দ্রুত নামলে ধানের তেমন ক্ষতি হবে না। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, গত দু’দিনের টানা বর্ষণে উপজেলার রোপা আমন এবং মৎস্যঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। এখনই ক্ষতি নিরুপন করা সম্ভব নয়।
© Deshchitro 2024