দিনাজপুরে নবাগত পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম এর সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার((১৮সেপ্টেম্বর) সকাল ১১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব শেষে প্রধান অতিথির বক্তব্যে এসপি নাজমুল হাসান বলেন মানুষ যে যেই রাজনৈতিক মতাদর্শের হোক,ব্যবসায়ী হোক,সাধারন মানুষ হোক এমনকি কোন অপরধী হোক সর্বাগ্রে আমাদের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।কোন মানুষ যেন কোন বৈষম্যের শিকার না হয় ।মানুষ যখন কোন বৈষম্যের শিকার হবে তখন সে মন থেকেই বৈষম্যের বিরুদ্ধে কাজ করতে পারবে।এছাড়াও তিনি বলেন আমি বৈষম্যের বিরুদ্ধে,যে কোন অপরাধ নির্মূলে এবং মাদক নির্মূলে আপনাদের সহোযোগিতা নিয়ে কাজ করতে চাই।এর পাশাপাশি তিনি বলেন আমাদের কাজের কোন ব্যত্যয় ঘটলে সাংবাদিকরা যেন অবগত করেন এবং পুলিশের দ্বারা কেউ যেন হয়রানির শিকার না হয় সেইদিকসহ দিনাজপুরকে প্লাস্টিক মুক্ত দিনাজপুরে পরিণত করার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন ।এসময় দিনাজপুর দুই প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সকল সাংবাদিক ,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মোঃ আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024