নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক, বাংলাদেশ নার্সিংও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন নার্স ক্যাডার কর্মকর্তাদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে যোগ্য, উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদয়নের এক দফা দাবিতে হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে "Stay for one point demand" কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের সর্বস্তরের নার্সিং কর্মকর্তাগণ "Stay for one point demand" পালন করেছেন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপ সেবা তত্ত্বাবধায়ক,লাভলী ইয়াসমিন,  নার্সিং সুপারভাইজার হাসিয়া বেগম, সিনিয়র স্টাফ নার্স, পপি খাতুন, সিনিয়র স্টাফ নার্স রেজা-ই-রাব্বি , নার্স ববিতা আক্তার, সিনিয়র স্টাফ নার্স, রবিউল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স, আব্দুল মমিন, রবীন্দ্রনাথ, সিনিয়র স্টাফ নার্স তাসলিমা, শাহনাজ পারভীন, জাকিয়া সুলতানা, বর্ণালী, শিল্পী প্রমুখ ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024