|
Date: 2024-09-18 12:04:50 |
চাটখিলে কড়িহাটি প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন আনুষ্ঠানিকভাবে উদ্ধোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কড়িহাটি বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধের মধ্যে দিয়ে সামাজিক কার্যক্রম শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ দেলোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ কাউসার বিশিষ্ট ব্যবসায়ী, মাওলানা আব্দুল্লাহ সামাজিক ব্যাক্তিবর্গ ও কড়িহাটি প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন আকাশ ও ফরহাদ।
আরও উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তায়েফ হোসেন, আদিত চৌধুরী, রেদোয়ান পাটোয়ারী সহ আরো ছাত্র উপস্থিত ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র নেতা তায়েফ জানান, চলমান বন্যায় চাটখিল উপজেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অপূরণীয়। ছাত্র-যুব সমাজ ও প্রবাসীদের অর্থায়নে বন্যা কবলিত লোকজনদের সহযোগিতা করার সূচনায় কড়িহাটি প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন গঠিত হয়েছে। আগামীতে যে কোন র্দুযোগে চাটখিল উপজেলার জনসাধারনের পাশে দাঁড়াবে কড়িহাটি প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন।
© Deshchitro 2024