কুড়িগ্রামের ধরলা নদীতে গোসল করতে নেমে মোঃ আপন (১৬) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। আপন মোগলবাসা ইউনিয়নের নিধিরাম গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে। সে মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

বুধবার ১৮ সেপ্টেম্বর বিকেলে মোগলবাসা ইউনিয়নের জিগাবাড়িঘাট ধরলা নদী এলাকায় এ ঘটনা ঘটে। 


মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আপন ও তার বন্ধুরা মিলে গোসলের উদ্দেশ্যে ধরলা নদীতে নেমে পড়ে।স্রোতে সাঁতার কাটতে গিয়ে আপন হঠাৎ তলিয়ে যায়।  অনান্য বন্ধুরা সাঁতরে তীরে উঠলে আপন তীরে উঠতে পারে নাই। আপনের খোঁজে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের দল কাজ করেছে।


কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক  মোঃ কামরুল হাসান বলেন,নিখোঁজ ওই শিক্ষার্থীর লাশ এখনো উদ্ধার হয় নাই।রাতের বেলা পানিতে কাজ করতে সমস্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামীকাল সকালে আবার উদ্ধারের কাজ চলবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024