বরিশালে আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর গোঁড়াচাঁদ দাস রোডের শহীদ আব্দুল্লাহ আল আবিরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন
বরিশালের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, গত জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে নিহত সকল পরিবারের পাশে দাঁড়াবে সরকার। বরিশালে ৩০ জন শহীদের তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে আমি সকলের কাছে যাবো এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে সহায়তার চেষ্টা করবো।এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, সহকারী কমিশনার মো. আবু জাফর মজুমদার প্রমুখ।সাক্ষাৎ শেষে দেলোয়ার হোসেন সাংবাদিকদেরকে বলেন, বরিশাল জেলায় শহীদদের তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। সরকার তাদের পুনর্বাসন এবং পাশে দাঁড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণ করছে৷ আমরা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সচেষ্ট আছি। সাক্ষাৎকালে শহীদ আব্দুল্লাহ আল আবিরের পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এককালীন আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।
 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024