রংপুরের পীরগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ নিয়ে সংশয়ে আছেন উপজেলার ৩৮জন ডিলার। বিএনপি নেতারা প্রতিনিয়ত উপজেলা খাদ্য অফিস পাহারা দিচ্ছেন যাতে কোন ডিলার টাকা জমা দেয়ার চালানের কপি ও অঙ্গীকারনামা নিতে না পারে। খাদ্যবান্ধব কর্মসূচির খাদ্য যৌথ বাহিনীর দ্বারা স্ব স্ব ইউনিয়নে নিরাপদে পৌঁছানোর দাবি করেন ডিলারগণ। বিএনপি নেতা আলম মিয়া, মশিয়ার রহমান, নুরুজ্জামান, মুকুল মিয়া, আবুল কালাম, আনোয়ারুল ইসলাম ও সুমন মিয়ার নাম উল্লেখ করে ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ দেন তারা।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির ৯ইউনিয়নের ৩৮জন ডিলার উদ্বেগের মধ্যে রয়েছে। ডিলারগণ যাতে টাকা জমা দেয়ার চালানের কপি ও অঙ্গীকারনামা নিতে না পারে। সেজন্য উল্লেখিত বিএনপি নেতাসহ ৩০-৪০জনের একটি সংঘবদ্ধ দল খাদ্য অফিস পাহারা দিচ্ছেন প্রতিনিয়ত। যদিও ডিলারদের টাকা জমা দেয়ার শেষ তারিখ ২২ সেপ্টেম্বর পর্যন্ত।   

খাদ্য পরিদর্শক মাহমুদুল হক জানান, খাদ্যবান্ধব কর্মসূচির জন্য ৬১৮ মেট্রিক টন ৯০০ কেজি চাল এসেছে। ১০ ও  ১৬ সেপ্টেম্বরের মধ্যে চাল তুলে বিতরণের জন্য ডিলারদের নির্দেশনা দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়। নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত কোনো ডিলার ব্যাংকে টাকা জমা দিয়ে চাল উত্তোলন করেননি। আবারও টাকা জমা দেয়ার জন্য ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে। উপজেলায় ৩৮জন ডিলারের বিপরীতে ২০হাজার ৬৩০জন সুবিধাভোগি রয়েছে।

অভিযুক্তদের মধ্যে আবুল কালাম জানান, যাদের নামে ডিলার রয়েছে তারা সবাই আ.লীগের। সাধারণ জনগণের নামে কোন ডিলার নেই। আ.লীগের সব ডিলারদের বাতিল করে আবার নতুন করে ডিলার নিয়োগ দেয়ার দাবি জানানো হয়েছে।

ইউএনও নাজমুল হক সুমন বলেন, প্রজ্ঞাপন জারি অনুযায়ী আগের ডিলারগণ থাকবেন। আর যারা বাধা দিচ্ছেন তাদের বিষয়ে ঊর্ধ্বতন কৃর্তপক্ষকে জানানো হবে।    

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024