|
Date: 2024-09-18 14:00:32 |
"One Mind, One Ripple, One World"- এই মূলমন্ত্রকে ধারণ করে আলোড়নের যাত্রা শুরু। " আলোড়ন" মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আত্মউন্নয়ন মূলক ভিন্নধর্মী একটি সংগঠন। সংগঠনটি বুধবার ( ১৮ সেপ্টেম্বর) আহ্বায়ক কমিটি ঘোষণা করে । উক্ত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসাবে পদ পেয়েছেন আবু হানিফ। তিনি জানান, "এই কমিটির দায়িত্ব থাকবে পরিপূর্ণ কমিটি প্রণয়ন, সেই লক্ষ্যে আমরা ক্লাবের ত্যাগী ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দিবো।"
উক্ত কমিটির সদস্য অজয় ভৌমিক জানান, "আমাদের ক্লাবটি মূলত যাত্রা শুরু করে ২৫ অক্টোবর, ২০২৩ সালে "। ক্লাবটির সদস্য সচিব শামীম রেজা জানান, " আত্ম-উন্নয়ন ও দৃষ্টান্তমূলক ভালো কাজের মাধ্যমে নিজেদেরকে সচেতন, সভ্য ও সুনাগরিক হিসাবে গড়ে তোলাই আমাদের ক্লাবের মুল লক্ষ্য"।
ক্লাবটির শিক্ষক উপদেষ্টা হিসাবে রয়েছেন অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ , সহযোগী অধ্যাপক মোহাম্মাদ জসিমউদদীন ,অধ্যাপক ড. মুছা মিয়া, অধ্যাপক ড. পিনাকি দে , অধ্যাপক ড. একেএম মহিউদ্দিন ।
© Deshchitro 2024