|
Date: 2024-09-18 14:26:21 |
মুন্সি শাহাব উদ্দীন
লোহাগাড়ায় এক চালভর্তি ট্রাকের চাপায় পড়ে এক শ্রমিকের মৃত্যু ঘটে। নিহত শ্রমিকের নাম সোহেল। বুধবার ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১.১৫ মিনিটের সময় আধুনগর ইউ,পি কার্য্যলয় এলাকায় এই মর্মান্তিক মৃত্যু ঘটে সোহেলের। তার বাড়ী কক্সবাজারের হারবাং এর কলাতলিতে।
ঐ এলাকার হেলাল চৌধূরী জানান, বুধবার সকালে সরকারী চালভর্তি মিনি ট্রাক আধুনগর ইউ পি কার্যালয় সামনে আসে। গাড়ীটি পিছন দিকে নেওয়ারকালে শ্রমিক সোহেল পিছনের অংশ দ্বারা পিলারের সাথে চাপা পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তবে কর্তব্যরত ডাক্তারের ভাষ্যমতে সোহেলকে হাসপাতালে ঢুকার আগেই সে প্রাণ হারায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে জানিয়েছেন।
© Deshchitro 2024