ঘাটাইল উপজেলার সাগরদিঘীর গজারি  বন থেকে উদ্ধার করা হয়েছে পা বিহীন এক ব্যক্তির লাশ।  পাসহ শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে শিয়াল।


বুধবার ১৮ সেপ্টেম্বর রাতে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর এলাকা থেকে এ লাশটি উদ্ধার করে ঘাটাইল থান পুলিশ। 

ওসি মো. রকিবুল ইসলাম জানান, কে বা কারা মেরে এখানে ফেলে রেখে গেছে কেউ বলতে পারছে না। লাশটি উদ্ধারের সময় পা বিহীন অবস্থায় পাওয়া গেছে। শিয়ালে হয়তো পা খেয়ে ফেলেছে। 


আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া  যায়নি। তার পরনে পাঞ্জাবি, সাদা গেঞ্জি ও লুঙ্গি।


ওসি বলেন, রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের বনে লাশটি নিয়ে শিয়ালের টানাটানি করতে দেখেন স্থানীয়  এক ব্যক্তি। পরে বিষয়টি তিনি এলাকাবাসীদের জানালে তারা পুলিশে খবর দেয়।


রাতেই কামালপুর গ্রামের গজারি বনের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।


নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024