নরসিংদী জেলা পুলিশের চৌকস গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক  নরসিংদী জেলার শিবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাজসহ ২ মাদক কারবারি কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসা করে আসছিল বলে জানা গেছে।


নরসিংদী জেলা পুলিশের  গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই সাদিকুর রহমান ও অন্যান্য অফিসার ও ডিবি পুলিশের চৌকস সদস্যের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। শিবপুর থানা এলাকায় এই অভিযানে  ০৩ (তিন) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রুবেল মিয়া ও ২। আব্দুল মোমেন প্রকাশ মামুনদ কে গ্রেফতার করেন।


গ্রেফতারকৃত দুই মাদক কারবারিদের  বিরুদ্ধে শিবপুর থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের  হয়েছে। গোয়েন্দা পুলিশের দেয়া বরাতে এই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024