লাখাই থানার পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামী পারভেজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাখাই থানা সুত্রে জানা যায় লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক(এস আই) বিপুল চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্স বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বুল্লা বাজারে  অভিযান চালিয়ে  বামৈ ইউনিয়নের কাঠিহারা গ্রামের আব্দুল মন্নাফের ছেলে মোঃ পারভেজ আলম প্রকাশ পারভেজ মিয়া, (২৭) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান,  গ্রেপ্তারকৃত আসামীকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)  হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে তিনি নিশ্চিত করেছেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024