|
Date: 2024-09-20 02:09:16 |
ঢাকা কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে ঢাকা কলেজ কেমিস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রথম কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি পদে বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র মোঃ ওমেল মাহমুদ এবং সাধারণ সম্পাদক পদে ২০১৯-২০ সেশনের ছাত্র মোহাম্মদ রাকিব মনোনীত হয়েছেন।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাচ্ছেন শোভন বিশ্বাস, মোঃ শরিফ মিয়া, মোঃ আব্দুল্লাহ আল জুবায়ের এবং নাজমুল হোসেন।
অন্যান্য পদগুলোর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা আনসারী, ইউসুফ খান মিরাজ, সাজ্জাদ হোসেন দায়িত্ব পাচ্ছেন। সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রহমান সজীব ও মোবারক হোসেন। তাছাড়া সহ সভাপতি পদমর্যাদায় দপ্তর ও অর্থ সম্পাদক পদে দায়িত্ব পাচ্ছে যথাক্রমে সাইফুল আলম রাজু ও এস. এম আশফাকুজ্জামান।
© Deshchitro 2024