বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ দুর্বল হয়ে পড়েছে, ফলে মৌসুমি বায়ু কম সক্রিয় রয়েছে। এ কারণে দেশের সাতটি বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।


আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেয়া তথ্য অনুযায়ী, রাঙামাটি, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও অন্যান্য জেলায় যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেটে মৃদু তাপপ্রবাহ চলবে আগামী তিন দিন।


বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারি বৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


শেষ ২৪ ঘণ্টার পূর্বাভাসে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির প্রবণ

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024