|
Date: 2024-09-20 07:12:39 |
শ্যামনগর প্রেসক্লাবে যুবদল কর্মী রস্তম আলীর সংবাদ সম্মেলন
রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের নেতা জি এম রস্তম আলী এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন ১৬ সেপ্টেম্বর /২৪ তারিখে “ দৈনিক সমকাল ” পত্রিকায় দখল হামলা বিএনপি যুবদল নেতাকর্মী শিরোনামের খবরের মধ্যে বুড়িগোয়ালিনী ইউনিয়নের কিছু খবর ছাপা হয়। খবরের মধ্যে ভূরুলিয়া জমি দখলের চেষ্টা, বুড়িগোয়ালিনী ১০/১২টি সংখ্যালঘু পরিবারের ঘরবাড়ীতে হামলা এবং নীলডুমুর সাংবাদিকদের সাথের ঘটনার সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই বলে জানান।
তিনি বলেন তার বিরুদ্ধে পত্রিকায় মিথ্যা ও অপ-প্রচার চালানো হয়েছে। কিছু দুস্কৃতিকারী নিজ স্বার্থ চরিতার্থ হাসিলের উদ্দেশ্যে দীর্ঘদিন হিন্দু মুসলিম এক সাথে চলে আসার সু-সম্পর্ক কে বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়ে তার বিরুদ্ধে পত্রিকায় মিথ্যা বানোয়াট কাল্পনিক সংবাদ প্রচার করা হয়েছে। তিনি বলেন বিএনপির একজন ক্ষুদ্র কর্মী। এরকম কাল্পনিক সংবাদ প্রচার বন্ধে সাংবাদিকদের সহায়তা কামনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউপি যুবদলের সদস্য সচিব এস এম হেলাল উদ্দীন, ইউপি যুব দলের যুগ্ম আহবায়ক আবু মুসা ময়না, যুবদল নেতা জাকারিয়া, হাফিজুর রহমান।
ছবি- শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন বুড়িগোয়ালিনী যুবদলনেতা রস্তম আলী।
© Deshchitro 2024