বাংলাদেশের তরুণ জলবায়ুকর্মীরা আজ আবারও রাস্তায় নেমে সমন্বিত বিদ্যুৎ-জ্বালানি মহাপরিকল্পনা (আইইপিএমপি) দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন এবং জীবাশ্ম জ্বালানির ওপর অর্থায়ন বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন। কপ-২৯ সম্মেলনের প্রাক্কালে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও ইয়াসিদ কর্তৃক আয়োজিত এই কর্মসূচি শুক্রবার (২০ সেপ্টেম্বর) কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। এতে তরুণরা বৈশ্বিক সম্প্রদায়ের কাছে জলবায়ু অর্থায়নের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছে।


তরুণরা আইইপিএমপির বর্তমান অবস্থার কঠোর সমালোচনা করেন, যেখানে অপ্রমাণিত ও ব্যয়বহুল প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে নবায়নযোগ্য শক্তির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তাদের মতে, এই পরিকল্পনা জাতীয় জলবায়ু লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সমাবেশের স্লোগান ও প্ল্যাকার্ডে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নতুন জ্বালানি নীতির দিকে দ্রুত অগ্রসর হওয়ার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024