|
Date: 2024-09-21 07:39:43 |
আজ সারাদিন কক্সবাজারে বিরাজ করছিলো গুমোট আবহাওয়া। তীব্র আর্দ্রতার কারণে শহরজুড়ে ছিলো ভ্যাপসা গরম। বিকেল গড়াতেই হঠাৎ আকাশের রং বদলাতে শুরু করে, এবং সন্ধ্যা নাগাদ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। বজ্রমেঘের গর্জন ও বৃষ্টি শুরু হয় কক্সবাজারে ।
বাংলাদেশ আবহাওয়া অবজারভেশনে টিম জানিয়েছে, এই বজ্রমেঘের সৃষ্ট ঝড়-বৃষ্টি ক্ষতির কারণ হতে পারে। আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে জানিয়েছে, বজ্রপাত ও বৃষ্টির আশঙ্কা রয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা হতে আকাশ মেঘাচ্ছন্ন ও বজ্রপাত শুরু হয়। পরে স্বস্তির বৃষ্টি শুরু হয়। এতে সারাদিনের অস্বস্তিকর আবহাওয়া জনজীবনে প্রশান্তি এনে দেয়।
আবহাওয়ার এই দ্রুত পরিবর্তন কক্সবাজারবাসীর জন্য নিত্যনৈমত্তিক ঘটনা। তবে এটি একটি স্বাভাবিক মৌসুমি প্রক্রিয়ার অংশ।
সাধারণ মানুষকে এই সময়ে অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
© Deshchitro 2024