|
Date: 2024-09-21 12:22:12 |
বগুড়ার সারিয়াকান্দিতে আকস্মিক ঝড়ে ওয়াহেদা (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এই ঝড়ের কবলে বিভিন্ন এলাকায় আরও ০৯ জন আহত হয়েছেন।
সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, নিহত ওয়াহেদা সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের মৃত সাহেব আলীর স্ত্রী।
আহতরা হলেন, সারিয়াকান্দি পৌর এলাকার ধাপ গ্রামের করিম প্রাং এর স্ত্রী খুকি (৫০), সদর ইউনিয়নের পারতিতপরল গ্রামের আশাদুল এর ছেলে আকাশ (১০), তাজুরপাড়া গ্রামের বিস্কুট এর ছেলে তিতাস (২২), সারিয়াকান্দি পৌর এলাকার গোপালের ছেলে আনন্দ (৪০), নারচী এলাকার সাহেদুল এর স্ত্রী ঝলো (৫০), হাটফুলবাড়ির রতনের স্ত্রী সুফিয়া (২৫), সদরের নবাদরী গ্রামের মৃত ওসমান গণওর ছেলে পিন্টু (৫০), দেলুয়াবাড়ি গ্রামের মৃত জয়নালের স্ত্রী হাসনা বেওয়া (৬০), পৌর এলাকার বাড়ইপাড়ার আব্দুল লতিফের স্ত্রী শিরিনা(৫২)।
সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা জানান, হাসপাতালে আসার পূর্বেই ওয়াহেদার মৃত্যু হয়। এছাড়াও আহতদের মাঝে দুইজনের অবস্থা গুরুতর হওয়ার ফলে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।
© Deshchitro 2024