মুন্সি শাহাব উদ্দীন।

লোহাগাড়ায় সম্প্রতি মোটর সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। যা  ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। শোকাহত মানুষের চোখের পানি না শুকাতে আবারো লোহাগাড়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় প্রাণ হারাল এক কোরাণে হাফেজ।  ২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে আমিরাবাদ রাজঘাটা এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।  নিহতের নাম হাফেজ আমজাদ। তার বাড়ী আধুনগর উত্তর হরিণা ৮নং চৌধূরী পাড়ায়।  সে ঐ এলাকার আবুল কাশেম চৌধূরীর সর্ব কনিষ্ঠ পুত্র সন্তান এবং  বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি লোহাগাড়া উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক হেলাল চৌধূরীর ছোট ভাই। 

সে বছর খানেক আগে হাফেজে কুরাণ হন। ভাল হাফেজের স্বীকৃতি স্বরুপ বহু সম্মাননা স্মারক প্রাপ্ত হন। তাকে হারিয়ে তার পরিবার, আত্বীয় স্বজন, এলাকাবাসী গভীর শোকাহত। আজ রাত ১১ টার সময় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । তার এহেন মৃত্যুতে  গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি লোহাগাড়া উপজেলা কমিটির সদস্যবৃন্দ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024