|
Date: 2024-09-22 01:20:50 |
লাখাইর পল্লীতে সিঁদেল চুরি বৃদ্ধি, একরাতে ৩ বাড়িতে চুরি সংঘটিত।
লাখাইয়ে সিঁদেল চুরি বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই কোননা কোন গ্রামের এক বার একাধিক বাড়িতে চুরি সংঘটিত হচ্ছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রাম এর সিদ্দিকুর রহমান, আন্জব আলীর বাড়ি সহ ৩ টি বাড়িতে চুরি সংঘটিত হয়েছে বলে জানা যায়।
পূর্ব সিংহগ্রাম এর সিদ্দিকুর রহমান এর বাড়িতে শুক্রবার দিনগত রাতে কোন এক সময় সিঁদ কেটে ঘরে প্রবেশ করে ঘরের মূল্যবান মালামাল, নগদঅর্থ ও স্বর্নালঙ্কার সহ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
এ বিষয়ে গৃহস্বামী সিদ্দিকুর রহমান জানান আমার কাঁচা ঘরে সিঁদকেটি প্রবেশ করে চোরেরা নগদ ৩৫ হাজার টাকা, দেড় ভরি ওজন এর স্বর্নালঙ্কার,কাপড় চোপড়,সয়াবিন তেল এর কৌটা,পেয়াজ রসুন সহ মালামাল নিয়ে যায়। ভোরবেলা ঘুম থেকে জেগে ওঠে চুরির বিষয়টি নজরে আসে।
© Deshchitro 2024