অসুস্থতা দূর হয়ে যাবে একজন কবিরাজের পরামর্শে রিশাদ চৌধুরী (২০) নামে এক যুবক বাগেরহাট নরসিংহ দত্তের বেড় আলামিন জামে মসজিদ হতে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ একটি কোরআন শরীফ ও একটি খুৎবার বই নিয়ে বাগেরহাট সদর থানাধীন পঞ্চমালা গ্রামস্থ পঞ্চাখাজা খালের দক্ষিণ পাড় চরের উপরে নিয়ে আগুন ধরিয়ে দেয়। রবিবার  (১৩ নভেম্বর)  বিকাল ৪ টায় এ ঘটনা ঘটে। 
 বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে তাৎক্ষণিক কোরআন শরীফের আগুন নিভায় এবং পুলিশকে বিষয়টি অবগত করে। খবর পেয়ে বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল  হক, পিপিএম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত  মোঃ রিশাদ চৌধুরী ও আংশিক ক্ষতিগ্রস্থ কুরআন  ও খুতবার বই আটক করে পুলিশ হেফাজতে নেন। 
রিশাদ চৌধুরী  বাগেরহাট সদর থানার গোবরদিয়া গ্রামের  মহবৃবত চৌধুরীর ছেলে।

 প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে জানায় জনৈক এক কবিরাজ তাকে পরামর্শ দেয় সে যদি পবিত্র কুরআন শরীফ পুড়িয়ে ফেললে তাহলে তার শারীরিক অসুস্থতা সেরে যাবে।

 ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জেলা পুলিশ জানান।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024