কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় পুকুরের পানিতে ডু‌বে ২ দি‌নে ৩ শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। গত শ‌নিবার ও র‌বিবার পৃথক পৃথক পুকুরে ডু‌বির ঘটনায় ৩ শিশুর মৃত‌্যু হয় ব‌লে  জানা গেছে।

র‌বিবার (২২ সে‌প্টেস্বর২০২৪) বিকাল সা‌ড়ে ৪টার দি‌কে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর গ্রা‌মের সা‌দেকের প্রথম সন্তান ছা‌মিয়া আক্তার (৫) সাইট পাড়ায় নানার বা‌ড়ি‌তে বেড়া‌তে এ‌সে পুকু‌রে তলিয়ে যায়। ত‌বে সা‌থে সা‌থে তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে চি‌কিৎসক‌ শিশু‌টি মৃত ব‌লে জানান। এছাড়া একই‌ দিন সন্ধ‌্যা ৬টার‌ দি‌কে  দ‌ক্ষি‌ণ ধুরুং ইউনিয়নের  আলী ফ‌কির ডেইল গ্রা‌মের কামা‌লের শিশু ছেলে মু‌বিন (৪) পুকু‌রে  ডু‌বে যায়। প‌রে তা‌কে সরকা‌রি হাসপাতা‌লে নেয়া হ‌লে কর্তব্যরত ডা. নাঈমা তাকাচ্ছুম র‌ণি শিশু‌টি‌কে মৃত ঘোষণা ক‌রেন।অপরদি‌কে গত শ‌নিবার দুপুর ১২টার দি‌কে কৈয়ার‌বিল বিন্দা পাড়ার আশরাফ উ‌দ্দি‌নের মে‌য়ে সুবাহ (৩) বা‌ড়ির পা‌শের পুকু‌রে ডু‌বে মারা যায়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024