|
Date: 2024-09-22 12:59:57 |
মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা মুসলিমরা সাধ্যমত চেষ্টা করে থাকি। হিন্দু, খ্রীস্টান ইহুদীরাও আল্লাহর নৈকট্য চায়। তারা নৈকট্য লাভের জন্য মাধ্যম অবলম্বন করে থাকে। মুসলমানদের উপর বিধান হলো আল্লাহকে পেতে হলে মোহম্মদ (দঃ) কে ভালবাসতে হবে। আমরা সেজন্য মহানবীর আদর্শ বাস্তবায়নে চেষ্টা করে থাকি। বিশ্বের শ্রেষ্ট মানুষ মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছালাম। জর্জ বার্নাড শ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে হযরত মোহাম্মদ (দঃ) নির্বাচিত করে দি হান্ড্রেড বইতে ১ নং হিসাবে লিপিবদ্ধ করেছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) আশাশুনি উপজেলার বুধহাটায় সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা জামায়াতেন আমীর মুফতি মোহাদ্দেস হাফেজ রবিউল বাসার উপরোক্ত কথা বলেন। পবিত্র কোরআনের একাধিক আয়াত উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, মহানবী (সাঃ) আদর্শ বিচারক ছিলেন, ছিলেন আদর্শবান ব্যবসায়ী। তিনি ৪০ বছর বয়স পর্যন্ত নবুয়ত পাননি, তিনি জানতেননা তিনি নবী, তারপরও তিনি নীতি আদর্শ নিয়ে কাজ করেছেন। আমাদেরকে উত্তম আদর্শবান হয়ে দেশ ও জাতির সেবাব্রতী হতে হবে। তিনি সকলকে মহানবীর (সাঃ) আদর্শে আদর্শিত হতে আহবান জানান।
© Deshchitro 2024