যুব রেড ক্রিসেন্ট, ঢাকা কলেজ ইউনিট নতুন নেতৃত্বে যাত্রা শুরু করেছে। সংগঠনটির ২৩ তম দলনেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইয়াসিন আরাফাত। তিনি ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। ইয়াসিন এর আগে ইউনিটের সহকারী দলনেতা-১ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।


এছাড়াও, আল আমিন খানকে সহকারী দলনেতা-১ পদে এবং মুবিদ হাসানকে সহকারী দলনেতা-২ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। আল আমিন ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী, এবং মুবিদ মনোবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

গত ১৯ সেপ্টেম্বর, কলেজের অধ্যক্ষ মহোদয় আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত তিনজনকে নেতৃত্ব প্রদান করেন এবং সংগঠনের সমৃদ্ধি কামনা করেন। নতুন নেতৃত্বের অধীনে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রমে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024