|
Date: 2024-09-22 16:10:38 |
মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নী জেনারেল এডভোকেট সাইফুর রহমান বলেছেন, ‘বর্তমান সরকার একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। শেখ হাসিনার সরকারের সময় যোগ্যতা অনুযায়ী কোন পদে কেউ আসীন হতে পারেননি। কারো চাকুরির জন্য প্রশাসন থেকে তথ্য সংগ্রহের জন্য গেলে বিভিন্ন পর্যায় থেকে দলের তকমা লাগিয়ে যথোপযুক্ত চাকুরি প্রাপ্তি থেকে বঞ্চিত করা হতো। পুলিশ দিয়ে, মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হতো। বর্তমান সরকার চায় কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়।’ শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাব বলেন।
মাদ্রাসার সুপার মাওলানা মফিজুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক আবুল হোসাইন ও মাদ্রাসা সহকারী হারুন উর রশিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম। বক্তব্য রাখেন মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মাওলানা আব্দুল কাইয়ুম, মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মাওলানা কবির আহম্মদ, জোরারগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আরিফুর রহমান, ব্যবসায়ী নুরুল আলম কোম্পানী, ওচমানপুর উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক নুরুল আনোয়ার, শিক্ষক মাওলানা নুরুল আবছার, মাওলানা আলা উদ্দিন, সাবেক ছাত্র আব্দুল গফুর প্রমুখ। আলোচনা সভা শেষে আযান, জাতীয় সংগীত, কাবাড়ি, ক্বেরাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
© Deshchitro 2024