|
Date: 2024-09-23 12:11:07 |
নোয়াখালী জেলায় সাম্প্রতিক বন্যায় ভাঙ্গন ও করণীয় বিষয়ে গণশুনানি
২৩শে সেপ্টেম্বর দুপুর ১২.৩০ ঘটিকায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলায় সাম্প্রতিক বন্যায় ভাঙ্গন ও করণীয় বিষয়ে জেলা প্রশাসনের আয়োজনে গণশুনানি অনু্ষ্ঠিত হয়।
উক্ত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি বৃন্দ জনাব নাজমুল আহসান, সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব মুহাম্মদ আমিরুল হক ভূঞা,মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, লে: কর্নেল রিফাত আনোয়ার, অধিনায়ক, ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী, জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), নোয়াখালী এবং ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ সহ সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রান্তিক জনগোষ্ঠী/নদী ভাঙ্গনে শিকার/বিভিন্ন শ্রেনী পেশার মানুষ /এনজিও'র প্রতিনিধি কর্মকর্তা/কর্মচারীগণ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব খন্দকার ইসতিয়াক আহমেদ, জেলা প্রশাসক,নোয়াখালী।
© Deshchitro 2024