|
Date: 2024-09-23 12:20:40 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার কলারোয়ায় এক চিকিৎসকের ৮ বছরের শিশু কন্যাকে অপরহণ করে ১০ লাখ টাকা ও ৫ বিঘা জমি মুক্তিপন দাবী করেছে অপহরণকারীরা। এই ঘটনাটি ঘটেছে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামে। রোববার সকালে ক্ষতিগ্রস্ত গ্রাম চিকিৎসক আবদুল মজিদ সাংবাদিকদের জানান-গত ১৪ আগস্ট ২৪ তারিখ সকাল ১০টার দিকে যশোর জেলার মনিরামপুর থানার বালিধা গ্রামের কামরুল গাজী, নার্গিস খাতুন, রেশমা খাতুন দলবদ্ধ হয়ে পল্লী চিকিৎসক এর বাড়ী লোহাকুড়া গ্রামে আসে। এ সময় তার মেয়েকে একা পেয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা চিকিৎসক আবদুল মজিদ এর কাছে ১০ লাখ টাকা ও ৫ বিঘা জমি দিয়ে মেয়ে ঈশা মোহীনীকে ফেরৎ পেতে মুক্তিপন হিসাবে দাবী করে। তিনি নিরুপায় হয়ে গত ২৯ আগস্ট ২৪তারিখে ন্যায় বিচারের দাবী জনিয়েছে সাতক্ষীরা আদালতে একটি পিটিশন মামলা নং-৪২৩/২৪ মামলা করেন।
© Deshchitro 2024