|
Date: 2024-09-23 16:02:31 |
মন খারাপের কোন ব্যখ্যা হয়না। আমাদের অপছন্দের বা যে জিনিসগুলো আমাদের ভালো লাগেনা তা আমাদের সাথে ঘটলে আমাদের মন খারাপ হবে এটাই স্বাভাবিক। তবে মাঝে আমাদের অকারনেই মন খারাপ হয়ে যায় এটাকে আসলে কি বলা যায় আদৌ কি এটার কোনো ব্যাখ্যা আছে আদৌ কি মন খারাপের কোন ব্যাখা আছে। নেই আসলে মন খারাপের কোন ব্যাখা করা যায় না। সে যে কারণেই আমাদের মন খারাপ হোক না কেন আমরা তার কোন ব্যাখ্যা করতে পারবো না, পারবো না কোন অর্থভেদ করতে মন খারাপ আসলে আমাদের ভিতরগত একটা অসুখ। অসুখ ভর করেছে কখন আমাদের মাঝে কোন কোন ক্ষেত্রে অসুখের ওষুধ খুব সহজেই পাওয়া যায় আবার অনেক ক্ষেত্রে এই অসুখের ওষুধ অনেক মেহনত করেও পাওয়া যায় না।অনেক সময় সামান্য কারণে আমাদের অনেক মন খারাপ হয় যা আমাদেরকে অনেক কষ্ট দেয় অনেক বেদনা দেয় হতাশাগ্রস্থ করে তোলে।
দিন শেষে আমরা এর কোন অর্থভেদই করতে পারি না। আমাদের মন খারাপ হবে থাকবে এটাই স্বাভাবিক মন খারাপের মাঝেও আমাদের হাঁসি ধরে রাখতে হবে আমরা মন খারাপের অর্থভেদ কখনোই করতে পারবোনা আর এটাই চির সত্যি।
© Deshchitro 2024