মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

চলতি বছর ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাস বেতনভাতা পাননি সাতক্ষীরার বিভিন্ন পল্লী এলাকায় কর্মরত সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের শিক্ষকরা। বেতনভাতার পাশাপাশি তারা দুই ঈদের বোনাসও পাননি। ৯ মাসের বেতনভাতা ও দুই ঈদের বোনাস বকেয়া রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিক্ষুদ্ধ শিক্ষকরা। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের মাধ্যমে এনজিও ব্যুরোর মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। শিক্ষকদের বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম। বক্তব্য রাখেন এবিএম মোখলেসুল হক, শিরিন আফরোজ, রিয়াসাত আলী, সোনামনি খাতুন, কানিজ ফাতেমাসহ অন্যান্য শিক্ষকগণ।

এবিএম মোখলেসুল হক বলেন, সরকারের শিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ বিভাগ হলো উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। সাতক্ষীরায় সরকারের সাথে এই কার্যক্রম পরিচালনা করে আসছে এনজিও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস। এই বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিগ্রস্থ পরিচালক ঈমান আলী সমগ্র ২০২৪ ইং সন জুড়ে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের ভাড়াকৃত স্কুলগুলোর ভাড়া প্রদান না করে বসে আছে। ইমান আলী শিক্ষকদের দেয়া ৫ হাজার টাকা থেকে কমিশন টাকাও কেটে রাখতেন। বর্তমানে সমগ্র বছরজুড়ে শিক্ষকদের সুপারভাইজারদের বেতন ভাতা ও দুই ঈদের বোনাস পরিশোধ করছে না। অনেকে এই অবস্থায় সংকটাপন্ন জীবন যাপন করছেন। বেতন চাইলে টালবাহানা জোরাজুরি করলে চাকরিচ্যুতির হুমকিও দিচ্ছে। তাই বাধ্য হয়ে সাতক্ষীরার নারী পুরুষ শিক্ষক মন্ডলী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। জেলা প্রশাসনের পক্ষে এই স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024