|
Date: 2024-09-24 03:44:53 |
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু সনদ নিয়ে রমরমা ব্যবসায় উদ্যোক্তা নাজিম ও ইউনিয়ন সচিব আব্দুল কাদেরের
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৫নং শুভপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা নাজিম উদ্দিন এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই চরম দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শোনা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায় এই উদ্যোক্তা নাজিমের কী-বোর্ড টাকা ছাড়া নড়তো না। সে প্রতিটি জন্ম মৃত্যু নিবন্ধন সংশোধন বাবদ ৫,০০০/- টাকা ২০,০০০/- টাকা পর্যন্ত ঘুষ গ্রহণ করতো। এছাড়াও অবৈধভাবে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ের জন্য বয়স বাড়ানো বাবদ ক্ষেত্র বিশেষে ৩০,০০০/- টাকা পর্যন্ত ঘুষ গ্রহণ করতো। বয়স বাড়িয়ে দেওয়ার কথা বলে যাদের কাছ থেকে টাকা গ্রহণ করেছেন, স্বৈরাচার সরকার পতনের পর উদ্যোক্তা নাজিমকে তারা হন্য হয়ে খুঁজছেন। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে সে চৌদ্দগ্রামের বার্তা কে জানায় - জন্ম মৃত্যু নিবন্ধন বাবদ গ্রহণকৃত টাকা থেকে সে শুধুমাত্র আবেদনের খরচ ২৫০/- টাকা পেত অবশিষ্ট টাকার সম্পূর্ণ অংশ সেক্রেটারি /সচিব আব্দুল কাদের গ্রহণ করত এবং সেক্রেটারি তা চেয়ারম্যানের সাথে ভাগাভাগি করে নিতো।
এছাড়াও এই দুর্নীতিবাজ উদ্যোক্তা নাজিম জামাত এবং বিএনপির স্থানীয় নেতাদের কাছে বিভিন্নভাবে যোগাযোগ করে এবং ক্ষমা চায়। এবং সে পুনরায় ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টারে জন্ম ও মৃত্যু সনদের কার্যক্রমে পরিচালনা করার সুযোগ চায়।
এছাড়াও স্থানীয় সূত্রে জানা যায় ইউনিয়ন পরিষদের সেক্রেটারি/সচিব আব্দুল কাদের এই উদ্যোক্তা নাজিমকে বহাল রাখার জন্য স্থানীয় বিএনপি-জামাত নেতাদের কাছে এবং উপরে মহলে লোবিং করছেন।
© Deshchitro 2024