|
Date: 2024-09-24 07:18:51 |
জলদস্যু আতঙ্কে সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। জলদস্যুরা হামলা চালিয়ে লুটে নিচ্ছে জাল, মাছ, নৌকাসহ সর্বস্ব। অস্ত্রের মুখে অপহরণ করে আদায় করছে মোটা অংকের মুক্তিপণ।
এদিকে, সাগরে জলদস্যু মুক্ত রাখার দাবীতে কুতুবদিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১টায় উপজেলা চত্বরে মানববন্ধন করেন ভুক্তভোগী জেলে, বোট মালিক-শ্রমিক ও স্থানীয় ছাত্র জনতা।মানববন্ধনে উপজেলা ছাত্রনেতা এম রিদুয়ানুজ্জামান হেলালির সঞ্চালনায় জেলেদের পক্ষ হতে বক্তব্য রাখেন কাইমুল বশর কোম্পানি, জিহান মাঝি, জাহেদ, আবু সৈয়দ, আজিজ, সালাউদ্দিন, নুরুল আলম, তারেক, সাগর প্রমুখ ।
এসময় বক্তারা বলেন,সম্প্রতি কুতুবদিয়া চ্যানেলে প্রতিনিয়ত সমুদ্রগামী জেলেদের নৌকা সমূহে জলদুস্যদের নানান ধরণের হয়রানি লুটপাট ও মারধরের ঘটনা ঘটিয়েছে প্রতিনিয়ত। বৈরী আবহাওয়ার মধ্যে ও থেমে নেই ডাকাতি কার্যক্রম। প্রশাসন জলদস্যুদের বিরুদ্ধে আইনানুক ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ না করায় ডাকাতদের প্রকোপ বেড়ে যায় বলে দাবী এ মৎসজীবীদের।
মানববন্ধন শেষে মৎসজীবীদের পক্ষ থেকে ৬দফা দাবি উপস্থাপন করেন ছাত্র নেতা এম রিদুয়ানুজ্জামান হেলালি এতে বলা হয়,জলদস্যু মুক্ত সাগর গড়া।কুতুবদিয়ার তালিকাভূক্ত জলদস্যুদের উপর নজরধারী করা।অবৈধ অস্ত্র উদ্ধার ও অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনা।জেলেদের নিরাপত্তার জন্য কুতুবদিয়ায় আলাদা সেবা চালু করা।কুতুবদিয়া চ্যানেলে নৌবাহিনীর তৎপরতা আরো বৃদ্ধি করা।সমুদ্রগামী জেলেদের বিনামূল্যে আইনিসেবা প্রদান ও সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা।
© Deshchitro 2024