|
Date: 2024-09-24 10:18:08 |
নোয়াখালী জেলা বিএনপি উপদেষ্ঠা ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস ও তার ছেলে ইমরান হোসেনের ওপর হামলার ঘটনায় ২৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এতে ৮জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হচ্ছে : সেনবাগ উপজেলা
আওয়ামীলীগে সহ-সভাপতি ও ডমুরুয়া ইউপির সাবেক চেয়ারম্যান শওকত হোসেন কানন,ডমুরুয়া ওয়ার্ড মেম্বার সাখাওয়াত হোসেন উজ্জ্বল, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলী আক্কান রতন, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী মাজেদুল হক তানভীর, ছাত্রলীগ নেতা আবু শোয়েব, সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু নাসের প্রকাশ ভিপি দুলাল, উপজেলা
ছাত্রলীগের সাবেক সভাপতি ও মোহাম্মদপুর ইউপির সাবেক মেম্বার ফিরোজ আলম রিগান সেনবাগ পৌর আওয়ামীলীগের সভাপতি আসম জাকারিয়া আল মামুন,
মামলার এজাহার সুত্রে জানাগেছে,গত ৬ সেপ্টেম্বর নোয়াখালী জেলা বিএনপি উপদেষ্ঠা ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস, ছেলে ইমরান হোসেন সহ পরিবারের সদস্যদের নিয়ে ব্যাক্তিগত গাড়ী নিয়ে ঢাকা থেকে
তেজগাঁও বাসা থেকে রাত ১২টার দিকে নোয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রাত আনুমানিক রাত ২টা ১০মিনিটের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও থানাধীন দড়িকান্দি এলাকায় পৌছলে মামলা আসামিরা মিয়া মোহাম্মদ ইলিয়াসের গাড়ীতে অর্তকিতে হামলা চালিয়ে তাকে ও তার ছেলে এলোপাথাড়ী কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্ঠা চালায়। এ ঘটনায়মিয়া মোহাম্মদ ইলিয়াসের গাড়ীল চালক মোঃ মোতালেক আকন্দ বাদি হয়ে সোনারগাঁও থানায় ৮জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাত আরো ১৫/২০জনের নামে মামলা দায়ের করে। মামলা নং ৬ তারিখ ৯/৯/২৪ইং। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি আটক বা গ্রেফতার হয়নি।
© Deshchitro 2024