|
Date: 2022-08-11 12:51:38 |
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
চালক ছাড়াই চলছে গাড়ি। ইতালির তুরিন শহরের রাস্তায় পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে চালকবিহীন বিদ্যুৎ-চালিত শাটল বাস। অনেক দেশে দেখা গেলেও ইতালির রাস্তায় প্রথমবার চলল চালকবিহীন কোনো গণপরিবহন। এটি তৈরি করেছে ফ্রান্সের একটি স্টার্টআপ কোম্পানি।
এই বাসের ট্রায়াল রান চলবে আগামী অক্টোবর পর্যন্ত। সংশ্লিষ্টরা জানান, আগামী বছর থেকে যাত্রী নিয়ে তুরিনের রাস্তায় ১৪ আসনের গাড়িটি নিয়মিত চলবে।
আর টিকিট কিনতে হবে অ্যাপের মাধ্যমে। গাড়িটি পাঁচ মিটারেরও কম লম্বা এবং দুই মিটার চওড়া এই শাটলে অন্যান্য যানবাহনের মতো জিপিএস রয়েছে। কিছু সেন্সর আছে। এই শহরের সমস্ত রাস্তার একটি থ্রিডি মানচিত্রও রয়েছে।
এই মানচিত্রের মাধ্যমে শাটল বুঝতে পারে সে কোথায় আছে এবং কোথায় যেতে হবে।
© Deshchitro 2024