|
Date: 2022-11-14 08:41:54 |
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় সাকিব হাসান পিয়াস (২২) নামে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে।
সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাঠালী ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পিয়াস ভালুকা পাড়া নায়েবের বাজার এলাকার সুরুজ মিয়ার ছেলে। তিনি সম্প্রতি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়াস সকালে মোটরসাইকেলযোগে সিডস্টোর বাজার থেকে বাড়িতে আসছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহগামী একটি বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। ঘাতক বাসের চালক আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
© Deshchitro 2024