|
Date: 2022-11-14 09:03:47 |
১৩ই নভেম্বর ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার আছিমের ভয়াল যুদ্ধের দিন, ১৯৭১সালের ১৩ই নভেম্বর ২৪ জন যুদ্ধে শহীদ হন। আজকের এই দিনে রাজাকার,আলবদর,ও পাকিস্তান বাহীনি নির্মম নির্যাতন করে ১৩ টি লাশের ফুলবাড়ীয়ার ভালুকজান বধ্যভূমিতে জবাই করে আখালিয়া নদীতে ফেলে দেয়।
© Deshchitro 2024