এক মাসব্যপব্যাপী বানিজ্য মেলা হবে ময়মনসিংহে। আগামী ২০ নভেম্বর থেকে ১ মাসব্যাপী বানিজ্য মেলা শুরু হতে যাচ্ছে। ময়মনসিংহ জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন হিমু আড্ডার সামনে কাচারী ঘাটে হবে এই মেলা। এবারের মেলায় থাকছে বাংলার লোকায়িত সংস্কৃতিসহ নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী, তৈজসপত্র, প্রসাধন সামগ্রী, হস্তশিল্প, কারুপণ্য ও কাপড়সহ রয়েছে বাহারি পণ্যের সম্ভার। প্রতিদিন সকালে শুরু হয়ে চলবে রাত পর্যন্ত ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024