জাতীয়পার্টি চেয়ারম্যান মাননীয় জিএম কাদের এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বরিশাল নগরী টাউন হলের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে সদর উপজেলা জাতীয়পার্টি। আজ ২৪ সেপ্টেম্বর বিকাল ৪ টায়। সভাপত্বিত করেন জাতীয়পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা জাতীয়পার্টির সভাপতি মোঃ বশির আহম্মেদ ঝুনু, তিনি বলেন চেয়ারম্যান জিএম কাদেকে যে মামলা দিয়েছে তা মিথ্যা ও বানোয়াট ছিল ,এর কারন সে বিরোধী দলীয় ছিল, সৈরাচর শেখ হাসিনা সারা দেশটাকে জেলখানা বানায়ছে তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই, যে কথা বলছে সে হয়তো গুম না হয় আয়না ঘরে বন্দি করে রেখেছে।,। আমি বলতে চাই আমাদের জি এম কাদের স্যারের এই মিথ্যে মামলা ও হয়রানি বন্ধ করা হউক এবং সকল মামলা প্রত্যাহার করা হউক  এসময় আরো উপুস্থিত ছিলেন সদর উপজেলা জতীযপার্টি সাংগঠনিক সম্পাদক কে এম শাহিন নুরে আলম সাজু, দপ্তর সম্পাদক মোঃ জামাল হোসেন, প্রচার সম্পাদক মোঃ রিপন খান শ্রমিকপার্টি নেতা মোঃ আরসাফ আলী, আরো উপুস্থিত ছিলো জাতীয় যুবসংহতি নেতা মোঃ আলআমিন, জাতীয় মহিলাপার্টি সাধারন সম্পাদক মোসাঃ মাছুমা আক্তার, জতীয় ছাত্র সমাজ বিএম কলেজ শাখা মেহেদি হাসান লাবু, প্রমুখ।
 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024