নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে পেট্রোলের ড্রাম বিস্ফোরণের ঘটনায় শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে সোহাগ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বাজারের আব্দুল্লাহ মিনি পেট্রোল পাম্পে আকস্মিক বিকট শব্দে পেট্রোলের ড্রাম বিস্ফোরণ হয়। এতে সামনে থাকা সোহাগের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে চিলাহাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এই ঘটনায় পাম্প মালিকের ভাতিজা ও কর্মচারীও আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নিহত সোহাগ (৩২) উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি পাটোয়ারীপাড়া এলাকার বাসিন্দা। তিনি চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার অফিস সহকারী মোঃ এরফানের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে পেট্রোলের ড্রাম বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে যায় বাজারে অবস্থানরত ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। দেখা যায় বিস্ফোরণে একজনের পা বিচ্ছিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। ফায়ার সার্ভিসের কর্মীদের জানালে তারা আহতকে দ্রুত পৌঁছে দিতে তাদের গাড়িতেই হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024