|
Date: 2022-11-14 09:52:45 |
কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে ডায়াবেটিস হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
পরে আলোচনা সভা ও বিনামূল্যে দিনব্যাপী ডায়াবেটিস পরীক্ষা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি সাবেক মেয়র আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুর-এ-মোর্শেদ, ডায়াবেটিক সমিতির মহাসচিব ও কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, বিএম এর সভাপতি ডাঃ আলহাজ্ব নাসির উদ্দিন, ডাঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডায়াবেটিক সমিতির সমন্বয়ক দুলাল বোস প্রমূখ।
বক্তারা ডায়াবেটিস থেকে রক্ষায় সচেতন থাকার পাশাপাশি আগামী প্রজন্মকে রক্ষা করা আহ্বান জানান।
© Deshchitro 2024