কুষ্টিয়ার মিরপুরে আধিপত‌্য নি‌য়ে বিএনপির দুই পক্ষের ম‌ধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ঈগল চত্বরে সাবেক এমপি শহিদুল ইসলাম ও বিএনপি নেতা ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এই ঘটনার জের ধরে মিরপুর তহ বাজারের মুরগীর ব্যাবসায়ী রকিব উদ্দিনের ব্যাবসা প্রতিষ্টানে হামলা চালায় প্রতিপক্ষরা। এসময় হামলা কারীরা ওই ব্যাবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর করে। সিসি টিভি ক্যামেরা এবং তার রিসিভার খুলে নিয়ে যায়। নিয়ে যায় দুটি মুরগী পরিস্কার করা ম্যাশিন এবং নগদ টাকা।

এবিষয়ে জানতে চাইলে ব্যাবসায়ী রকিব উদ্দিন জানান, মঙ্গলবার মিরপুরের বড় হাট। ওই দিন অনেক বেশি বেচাকেনা হয়। আমরা শুনলাম উপজেলার ওই দিক মারামারি হচ্ছে। হঠাৎ কিছু লোকজন এসে আমার দোকানে হামলা চালায়। এসময় দোকানের ব্যাপক লুটপাট চালায়। নগদ টাকা সহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায় তারা। থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্চে বলে জানিয়ে , এঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন রকিব।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, এখনো সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ব্যাবসা প্রতিষ্টানে হামলা এবং লুটপাটের কোন অভিযোগ আমাদের কাছে এখনো কেউ দেয় নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024