কুড়িগ্রামে বিএনপি পরিবারের পরিক্ষিত সৈনিক , নীতি ও আদর্শে  অবিচল,  সাহসের বাতিঘর সদা হাস্যজ্বল ডাঃ তাজুল ইসলাম আর নেই। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার পিজি  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

এ-র আগে তিনি দীর্ঘদিন ধরে  লিভার,কিডনি ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

জীবদ্দশায় তিনি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি, বিএমএ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ছিলেন। 

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) কুড়িগ্রাম জেলাশাখার কোষাধ্যক্ষ ডাঃ মাহফুজার রহমান মারুফ জানান,আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বাদ যোহর কুড়িগ্রাম সদর হাসপাতাল পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

তার মৃত্যুতে  জেলা বিএনপি, বিএমএ কুড়িগ্রাম, ড্যাব, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখা ও বিডিএমএ কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024