শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের নামাজে জানাজা আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় দুপুর ১২টা ৪০ মিনিটে রামু সেনানিবাসের গ্যারিসন মসজিদে, যেখানে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিংসহ অন্যান্য উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা।


জানাজা শেষে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে মরদেহ তাঁর নিজ বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বিকাল ৬টায় টাঙ্গাইল জেলা সদরের বেতকা গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিংয়ের উপস্থিতিতে। জানাজা শেষে যথাযোগ্য সম্মানের সঙ্গে তাঁর মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন দেশের জন্য আত্মত্যাগকারী একজন সাহসী সেনা কর্মকর্তা ছিলেন। তাঁর এই বীরত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024