|
Date: 2024-09-25 07:27:07 |
মৌলভীবাজার শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করে বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম ও এসআই মাহবুবুল আলমসহ পুলিশ সদস্যের একটি টিম শ্রীমঙ্গল পৌরসভার জালালিয়া রোডে অভিযান পরিচালন করে গতকাল রাতে সিআর ২৬১/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামী রুবেল মিয়াকে গ্রেফতার করে। আসামি রুবেল মিয়া জালালিয়া রোডের মৃত রুশন আলীর পুত্র।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী রুবেলকে যথাযথ পুলিশ প্রহরায় বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ।
© Deshchitro 2024