চট্টগ্রাম জেলার লোহাগাড়ার কলাউজানে  বিগত  ৯ সেপ্টেম্বর ভোরে কয়েকটি  মামলার  আসামি, সন্ত্রাসী কথিত  যুবলীগ নেতা সাইফুলকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছিল  স্থানীয় জনসাধারন।  একইদিন  সকাল ৮টার দিকে  থানা হেফাজত  থেকে কৌশলে পলায়ন করে সে।


বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। ফলে জনসাধারণ উক্ত পালিয়ে যাওয়ার বিষয়  নিয়ে ক্ষিপ্ত হয় এবং দায়িত্বরত পুলিশকে প্রত্যাহারের দাবী জানান। ফলে উর্ধ্বতন কতৃপক্ষ  তৎকালীন দায়িত্বরত ওসি  রাশেদুল ইসলাম, এসআই নাছিমা আক্তার, এসআই আমির হোসেন ও কনস্টেবল এম এনামুল হককে প্রত্যাহার করেন। আর সাইফুলকে ধরতে পুলিশ অভিযানে নামে। এরই ধারাবাহিতায়  মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিশিরাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে  বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকা হতে কথিত সাইফুলকে আটক করে। সাইফুলের বাড়ী কলাউজান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে। তার বিরুদ্ধে থানায় মামলা থাকায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে ওসি লোহাগাড়া থানা আরিফুর রহমান জানিয়েছেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024