|
Date: 2024-09-26 06:54:38 |
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে ডিলার মুসলেম খান স্টোরের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর২০২৪) সকালে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও খাদ্য বিভাগ কুতুবদিয়া উপজেলার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন করেন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম কুতুবী।
এ সময় টেক অফিসারের প্রতিনিধি উত্তর কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীনুল ইসলাম,ইউপি সদস্য আবু আহমদ, মৌলভী বদি আলম, নেজাম উদ্দিন, ফরিদা বেগম,ডিলার এমরান খান উপস্থিত ছিলেন। এতে,কৈয়ারবিল ইউনিয়নে ৪১৩ জন হতদরিদ্র প্রতি কার্ডধারী ৪৫০ টাকায় ৩০ কেজি চাউলের বস্তা ক্রয় করতে পারবেন।
© Deshchitro 2024