|
Date: 2024-09-26 08:06:09 |
গত ২৩ সেপ্টেম্বর, কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে দুস্কৃতিকারিদের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছেন।
দুস্কৃতিকারিদের দ্বারা সংঘটিত এই বর্বরোচিত হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি বলেন, “আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।"
দুস্কৃতিকারিদের ছুরিকাঘাতে মোঃ তানজিম সারোয়ার নির্জন নিহতের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, " শহীদ নির্জন নিঝুম রাতে কর্তব্য কাজে সাড়া দিয়ে যে সাহস দেখিয়েছে বিগত ১৫ বছরে এই কাজটি কেউ করেনি। এই জন্য সশস্ত্র ডাকাতরা বড়ই বেপরোয়া।"
খুন-খারাবি, ডাকাতি, লুটপাটে সিদ্ধহস্ত মুখচেনা এই কুলাঙ্গাররা ইতোপূর্বে পতিত ফ্যাসিজমের দোসরদের রাজনৈতিক শেল্টার পাওয়ায় এইরকম দুঃসাহস দেখিয়েছে এমন বর্ণনা দিয়ে তিনি বলেন, "এসব দুস্কৃতিকারিদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণী—পেশার মানুষকে দেশ বিরোধী দুস্কৃতিকারিদের চিহ্নিত করে প্রতিহত করার আহবান জানাচ্ছি।”
এছাড়াও জেলা বিএনপির সভাপতি বিবৃতিতে মোঃ তানজিম সারোয়ার নির্জনকে হত্যাকারী দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
© Deshchitro 2024