নোয়াখালীর সোনাইমুড়ীর বজরা ইউনিয়নে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী।গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-নোয়াখালী হাইওয়ে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীরন অর রশীদ মিরনের নেতৃত্বে তার ভাতিজা শাহাদাৎ হোসেন জনি,টিপু সহ বেশ কয়েকজন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারা দীর্ঘ দিন যাবত সাধারণ মানুষের ওপর হামলা, চাঁদাবাজি,টেন্ডারবাজি,ঘুম,খুন,হত্যা,নির্যাতন,করে আসছে। তাদের সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনার দাবি জানান তারা। 



স্থানীয় বাসিন্দা নুর হোসেন লিটন বলেন, গত ৪ আগস্ট চেয়ারম্যান মিরনের সন্ত্রাসীরা বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করে। এ ঘটনা তিনি ভিডিও করায় তাঁর বাড়িতে হামলা চালায় তারা। এ সময় তাঁকে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনি থানায় মামলা করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। 


অপর ভুক্তভোগী জহিরুল ইসলাম জানান,জনি রাতে মদ খেয়ে বিনা অপরাধে আমাকে তার গরুর খামারে তুলে নিয়ে গিয়ে হাতুরি দিয়ে আমার দাঁত ভেঙ্গে দেয় এবং আমার দু পায়ে ড্রিল মেশিন চালিয়ে আমাকে পঙ্গু করে দিয়েছে।সে বিএনপির সভাপতি জামাল ভাইকে হত্যা করেছে। 


আত্মগোপনে থাকায় বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীরন অর রশীদ মিরনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর ব্যক্তিগত নম্বরে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। 


মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024