|
Date: 2024-09-26 11:27:14 |
টাঙ্গাইলের মধুপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
সভায় বক্তব্য দেন মধুপুরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন মাইদুর রহমান, সহকারি কমিশনার ভ‚মি রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবীর, মধুপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, আনসার কমান্ডার কামরুজ্জামান, আজকের পত্রিাকার টাঙ্গাইল প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধি বক্তব্য দেন।
সভায় বাল্য বিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধে, মাদক নিয়ন্ত্রণ ও সার্বিক আইন শৃঙ্খলা সুন্দর রাখার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
© Deshchitro 2024